বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ জেলায় একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবক লীগ।
জাতীয় সংসদ ভবনের সামনে রোববার বেলা ১১টায় শুরু হয় ঢাকার কর্মসূচি।
তাতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মলেন্দু গুহ বলেন, ‘মামুনুল হক দেশে বিভ্রান্তমুলক বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। মামুনুল হকের মদদ বিএনপি জামাত জোট। মৌলবাদের এই অপশক্তিকে ভেঙে দিতে হবে।’
মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন বলেন, ‘যার কারণে দেশের স্বাধীনতা এসেছে এরা তার ভাস্কর্য নির্মাণ নিয়ে কথা বলে। মৌলবাদীদের পেছনে রয়েছে বিএনপি জামাত। বেশি বাড়াবাড়ি করলে ঘর থেকে নামতে দেব না। আপনারা পাকিস্তানে চলে যান।’
গত ১৩ নভেম্বর ঢাকার গেণ্ডারিয়ার ধূপখোলার মাঠে ‘তৌহিদী জনতা ঐক্যপরিষদের’ এক সমাবেশ থেকে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হয়। এদিন ঢাকায় আরেক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে তা অবিলম্বে বন্ধের দাবি তোলেন হেফাজত নেতা মামুনুল হকও।
ভাস্কর্য বিরোধিতার বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা শুরু হয়।
চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ভাস্কর্য ইস্যুতে হুমকি দেয়া মামুনুল হককে জেলার একটি মাহফিলে যোগ দেয়া ঠেকিয়ে দেয়।
কিন্তু গত শুক্রবার রাতে ওই মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের আমীর জুনাইদ বাবুনগরীর মন্তব্যে ইস্যুটি ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
বাবুনগরীর বলেন, ‘যে দলই ভাস্কয বসাক তা ‘টেনে হিঁচড়ে ফেরে দেয়া হবে।’
এবার নীরবতা ভাঙেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। রাজপথে নামার ঘোষণা দেয় ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ।
এর অংশ হিসেবে দেশ জুড়ে পালিত হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ সমাবেশ।
খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে জেলার স্বেচ্ছাসেবক লীগের নেতারা। ছবি: নিউজবাংলা
খুলনা: খুলনা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কের নেতৃত্বে রোববার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
এ সময় খুলনা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মীর বরকত আলী, সদস্য সচিব এস এম নাসিমসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য দেন।
মীর বরকত আলী বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে তারা ভাস্কর্য ও মূর্তির পার্থক্য জানে না। না বুঝেই তারা বিরোধিতা করছে।
পটুয়াখালী: পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগ রোববার সকাল ১০টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহনুর হক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মীরা।
তারা ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
স্বেচ্ছাসেবক লীগ শরীয়তপুর জেলা শাখার মানববন্ধন
শরীয়তপুর: সকাল ১১টায় শরীয়তপুর কোর্ট সংলগ্ন পুলিশ বক্সের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের শরীয়তপুর জেলা শাখা।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুস সালাম শেখের সভাপতিত্বে এতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগের সভাপতি নুহুন মাদবর, শরীয়তপুর পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম কোতোয়ালসহ অন্যান্য নেতাকর্মী।
লক্ষ্মীপুর: সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
তারা বিএনপি-জামাতকে ধর্মান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তি হিসেবে আখ্যা দেন।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন পটুয়াখালীর জাকারিয়া হৃদয়,খুলনার সোহেল মাহমুদ, শরীয়তপুরের মনিরুজ্জামান, লক্ষ্মীপুরের আনিস কবির)