ময়মনসিংহের গৌরীপুরে এতিমখানার ৮ ও ৯ বছরের দুই ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মাদ্রাসা শিক্ষক।
ওই শিক্ষকের নাম বাকী বিল্লাহ মানিক। তিনি সহনাটী ইউনিয়নের করফুলেন্নেসা মাদরাসার শিক্ষক।
শনিবার দুপুরে বাকীকে ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম হাফিজ আল আসাদের আদালতে নেয়া হয়। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
সকালে ওই শিক্ষককে আসামি করে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। এর তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন দুই শিশুর বাবা।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন।
তিনি বলেন, ওই মাদরাসার দুই ছেলে শিশুকে শিক্ষক মো. বাকী বিল্লাহ মানিক প্রায় এক সপ্তাহ ধরে পালাক্রমে ধর্ষণ করে আসছিল। নিপীড়নের শিকার শিশুদের বয়স ৮ ও ৯ বছর। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা করার পর ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়। আদালতে নির্যাতনের শিকার দুই শিশুকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।