জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের সরকারের প্রতি দাবি জানিয়ে বলেছেন, দেশের প্রতিটি মানুষের জন্য বিনা মূল্যে করোনার ভ্যাকসিন ও চিকিৎসা নিশ্চিত করতে হবে।
শনিবার দুপুরে রাজধানীর লালবাগে আমলীগোলা পার্কে দুই মাসব্যাপী কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের ব্যবস্থাপনায় ওই কম্বল বিতরণ করা হয়। বিরোধী দলীয় উপনেতা বলেন, দেশের প্রায় ৯০ শতাংশ মানুষের পক্ষে পয়সা খরচ করে ভ্যাকসিন নেয়া সম্ভব হবে না। তাই সবার জন্য সরকারিভাবে করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।
জি এম কাদের বলেন, ‘শীতের সাথে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে গেছে। কিন্তু করোনার চিকিৎসায় দৃশ্যমান প্রস্তুতি নেই মন্ত্রণালয়ের।’
দলের মহাসচিব জিয়াউদ্দন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষের মাঝে হাহাকার উঠেছে। তাদের জীবনের নিরাপত্তা নেই। শুধু জাতীয় পার্টিই পারে সাধারণ মানুষের মনে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে দিতে। তাই জাতীয় পার্টিকে সমর্থন দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এ দিকে শনিবার তাঁর বনানীর কার্যালয়ের মিলনায়তনে রাজশাহী বিভাগীয় জাতীয় পার্টির এক প্রতিনিধি সভায় মতবিনিময় কালে দলটির চেয়ারম্যান বলেন, ’৯০ এর আন্দোলন স্বৈরাচারবিরোধী ছিল না, বরং সেই আন্দোলন হয়েছে স্বৈরাচার প্রতিষ্ঠার আন্দোলন।’
‘কায়েমী স্বার্থবাদীরাই ওই আন্দোলনে ইন্ধন জুগিয়েছে। আর সে কারণেই উপজেলার মাধ্যমে প্রশাসনিক সংস্কার, ওষুধ নীতি, ভূমি সংস্কার এবং বিভাগীয় শহরে হাইকোর্ট প্রতিষ্ঠার মতো যুগান্তকারী পদক্ষেপ মুখ থুবড়ে পড়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে এ দেশের জনগণ।’ বলেন জি এম কাদের।
তিনি বলেন, ‘যারা একদা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের সাথে আমাদের শত্রুতা নেই। আওয়ামী লীগের সাথে আমরা জোটগতভাবে নির্বাচন করেছি। কিন্তু আমরা আমাদের স্বকীয়তা বিসর্জন দেইনি। এখন আমরা বিরোধী দল। আমরা নির্বাচনমুখী একটি দল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যেকোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব।’
জাতীয় পার্টির সভায় চেয়ারম্যানসহ নেতারা। ছবি: নিউজবাংলা
ওই সাংগঠনিক মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১২ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সাংগঠনিক জেলার প্রতিনিধি সভা বেলা ১১টায় বগুড়া জেলায় অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন- মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভরায়, জহিরুল ইসলাম জহির, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সরদার শাহজাহান, শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ওমর, আমিনুল ইসলাম ঝন্টু, আইনজীবী তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম স্বপন।