বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইন্টারনেটের গতি বৃদ্ধি চেয়ে আইনি নোটিশ

  •    
  • ২৮ নভেম্বর, ২০২০ ১৫:২৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং গ্রামীণ ফোনসহ অন্য মোবাইল অপারেটগুলোর প্রধান নির্বাহীকে এ নোটিশ পাঠানো হয়।

মোবাইল ফোনের নেটওয়ার্ক শক্তিশালী করা ও ইন্টারনেটির গতি বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং সব মোবাইল ফোন অপারেটরের কাছে এ নোটিশ পাঠানো হয়।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক মেহেদী হাসান ডালিম এবং আইনজীবী রাশিদুল হাসানের পক্ষে শনিবার রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং গ্রামীণ ফোনসহ অন্য মোবাইল অপারেটগুলোর প্রধান নির্বাহীকে এ নোটিশ পাঠানো হয়।

এতে বলা হয়েছে, মোবাইল ফোন অপারেটরগুলোর দুর্বল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের ধীরগতির কারণে গ্রাহকরা মারাত্মক ভোগান্তিতে পড়ছেন। কোম্পানিগুলো গ্রাহকের কাছ থেকে যে পরিমাণ খরচ কেটে নেয়, সে তুলনায় সেবার মান হতাশাজনক। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়লেও মোবাইল কোম্পানিগুলো সে অনুযায়ী সেবার মান উন্নয়ন করেনি।

নোটিশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর বক্তব্য উল্লেখ করে বলা হয়, মোবাইল অপারেটরগুলো কম তরঙ্গ ব্যবহার করার কারণে গ্রামের গ্রাহকরা মানসম্মত নেটওয়ার্ক সেবা পাচ্ছে না। দেশের মোট গ্রাহকের ৫০ ভাগ গ্রামীণ ফোনের। বারবার বলা সত্ত্বেও অপারেটরটি তাদের সেবা দেয়ার জন্য সংখ্যা অনুপাতে তরঙ্গ ব্যবহার করছে না।

আগামী সাত দিনের মধ্যে এ সমস্যার সমাধান করতে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে নোটিশে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন নোটিশকারীদের আইনজীবী।

এ বিভাগের আরো খবর