সহকর্মীদের দেয়া আগুনে পুড়ে চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন রিয়াদ হোসেন নামে এক যুবক।
শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কুড়ি বছর বয়সী এই যুবকের মৃত্যু হয়।
রিয়াদ হোসেনের মৃত্যুর বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল।
শ্যামপুরের জুরাইন মাজার গেট এলাকায় এস আহাম্মেদ সিএনজি ফিলিং স্টেশনে কাজ করতেন রিয়াদ।
শ্যামপুর থানা সূত্র জানা যায়, গত ২৪ নভেম্বর ভোরে ফিলিং স্টেশনের কর্মচারী মাহমুদুল হাসান ইমন ও শহিদুল ইসলাম রনি তাদেরই সহকর্মী রিয়াদের গায়ে অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এ ঘটনায় রিয়াদের সহকর্মী ইমন (২২), রনি (১৮) ও ফাহাদ আহাম্মেদ পাভেলকে (২৮) গত ২৬ নভেম্বর গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, ব্যক্তিগত রেষারেষির জের ধরে গত ২৪ নভেম্বর ভোরে ফিলিং স্টেশনের স্টাফ রুমে নিয়ে রিয়াদকে হত্যার উদ্দেশে গায়ে অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেন ইমন ও রনি। ঘটনাটি সংঘটিত হয় তাদের আরেক সহকর্মী ফাহাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী। সহকর্মীদের দেয়া আগুনে ভিকটিমের হাঁটু থেকে গলা পর্যন্ত শরীরের অধিকাংশ পুড়ে যায়।