মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় স্পিড বোটে টহলরত নৌপুলিশের ছয় সদস্য আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গজারিয়া নৌ থানা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান।
এসআই মজিবরের ভাষ্য, শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘এমভি রাসেল-২’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ দৌলতপুর থ্রি অ্যাঙ্গেল শিপইয়ার্ড সংলগ্ন এলাকা পার হচ্ছিল। ওই সময় গজারিয়া নৌ থানা পুলিশের টহলরত স্পিড বোটকে সামনে থেকে ধাক্কা দেয় লঞ্চটি। বোটের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ ছয় পুলিশ সদস্যের সবাই আহত হন।
আহত ছয় জন হলেন এসআই মজিবর রহমান ও আবদুস ছালাম, এএসআই হাসান আলী, কনস্টেবল অমৃত লাল, মিজানুর রহমান ও মো. শাহিন।
এসআই মজিবর জানান, অন্যদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ আরও জানায়, লঞ্চটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে গজারিয়া নৌ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।