বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ, মিছিল

  •    
  • ২৭ নভেম্বর, ২০২০ ২৩:২৬

শুক্রবার বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত স্থানীয় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের কয়েকটি রাস্তা ঘুরে এসে করে টিএ রোড অবরোধ করে রাখে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ছাত্রলীগের প্রতিহতের ঘোষণা ও রাজধানীর বায়তুল মোকারম মসজিদের সামনে মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় লাঠি মিছিল ও রাস্তা অবরোধ করেছে শহরের একটি মাদরাসার শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেল পাঁচটায় স্থানীয় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বেশ কয়েকটি রাস্তা ঘুরে এসে রাত সাড়ে সাতটা পর্যন্ত টিএ রোড অবরোধ করে রাখে।

প্রায় দুই ঘণ্টার অবরোধে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে টাঙানো ব্যানার ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। 

কর্মসূচি শেষে টিএ রোডের ঘোড়াপট্টি ব্রিজে এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে শনিবারে আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন তারা।

পরে, মাদরাসার শিক্ষকরা এসে শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যায়। বিক্ষোভ ও অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে দেখা যায়নি। 

বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার এক বিবৃতিতে বলেন,  ‘আকস্মিকভাবে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন ছিঁড়ে জনজীবনে আতঙ্ক তৈরি করা হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান বলেন, ‘শুনেছি ঢাকার বায়তুল মোকারম এলাকায় মাদারাসার ছাত্রদের সঙ্গে ঝামেলা হয়েছে। এর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার টিএ রোডে মাদরাসার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় সদর থানার পুলিশ অন্য কাজে সদর উপজেলার নাটাই গ্রামে গিয়েছিল। ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে।’

এ বিভাগের আরো খবর