বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধীতাকারী হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে আন্দোলনকারী চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রাণনাশের হুমকি পেয়েছেন।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় জাকারিয়া দস্তগীর বন্দর থানায় সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরিতে জাকারিয়া দস্তগীর উল্লেখ করেন, শুক্রবার বিকেল ৪টা ২৬ মিনিটে তার মোবাইলে ফোন করে অজ্ঞাতপরিচয় ব্যক্তি গালাগাল করে প্রাণনাশের হুমকি দেন।
জাকারিয়া দস্তগীর নিউজবাংলাকে বলেন, ‘হুমকির পাবার পর আমি থানায় জিডি করেছি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর একটি জিডি করেছেন। ঘটনাটির তদন্ত চলছে।