কক্সবাজারে শিশুকে ধর্ষণের দায়ে এক তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নেসা আয়শা এ রায় ঘোষণা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ সরকারি কৌঁসুলি সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাদণ্ড পাওয়া আসামির নাম নাছির উদ্দিন (২৮) ওরফে আশেক।
২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) এর ৯ (১) ধারা অনুযায়ী বিচারক এ সাজা দেন।
রায়ে জরিমানার অর্থ আদায়ের জন্য সাজাপ্রাপ্ত আসামি নাছির উদ্দিন ওরফে আশেকের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে জেলা কালেক্টরকে (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে।
আসামির সম্পত্তি প্রকাশ্যে বিক্রি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ তে জমা দিতে বলা হয়েছে। এ টাকা ক্ষতিপূরণ বাবদ ধর্ষণের শিকার শিশুটিকে দিতে রায়ে উল্লেখ করা হয়েছে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৬ ডিসেম্বর কুতুবদিয়া উপজেলার ওই শিশুকে ধর্ষণ করেন আশেক। এ ঘটনায় শিশুটির বাবা কুতুবদিয়া থানায় একই বছরের ৮ ডিসেম্বর একটি মামলা করেন।