ছদ্মনামে গৃহকর্মীর কাজ নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।
তার নাম বিলকিস বেগম (৩৫)। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৬ লাখ ২০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে ।
গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম সাকলায়েন বলেন, বিলকিস বেগম ১৬ নভেম্বর ছদ্মনাম নাজমা ব্যবহার করে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ নেন। ১৯ নভেম্বর বিকেলে গৃহকর্তা ও তার স্ত্রী বাসার বাইরে গেলে তিনি আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ২০ নভেম্বর রাজধানীর ভাটারা থানায় একটি মামলা হয়। মামলাটির তদন্তভার গ্রহণ করে গুলশান জোনাল টিম।
তিনি বলেন, মামলাটি তদন্তকালে আধুনিক প্রযুক্তির সহায়তায় বিলকিসের অবস্থান শনাক্ত করা হয়। বুধবার পুলিশ ময়মনসিংহের ধোবাউড়া থানার হাজংপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার ও উল্লেখিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করেন।
গোলাম সাকলায়েন জানান, বিলকিস বেগম পেশাদার কোনো গৃহকর্মী নন। তিনি ছদ্মনাম ব্যবহার করে কৌশলে বিভিন্ন বাসা-বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ নিতেন। এরপর সময় সুযোগ বুঝে ২ থেকে ৩ দিনের মধ্যেই টাকা-পয়সা ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে পালিয়ে যেতেন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।