‘মশাল তোল হাতে হাতে, কণ্ঠ ছাড়ো জোরে’ এই স্লোগান নিয়ে ‘মুক্তির মিছিল’ ব্যানারে মশাল মিছিল করেছে নারীবাদী মৈত্রী।
বুধবার সন্ধ্যায় মিছিলটি রাজধানীর ধানমন্ডি থেকে মানিকমিয়া এভিনিউতে যায়। সেখানে হয় প্রতিবাদী সমাবেশ ও ফ্ল্যাশমব।
নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ পক্ষ পালনের অংশ হিসেবে এই আয়োজন করে সংগঠনটি।
এ সময় ‘নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও এবার’, ‘আমি নারী, সারা পৃথিবী আমার যুদ্ধক্ষেত্র’, ‘এই হোক অঙ্গীকার নারী নির্যাতন নয় আর’, ‘পথে ঘাটে দিনে রাতে চলতে চাই একই সাথে’সহ নানা ব্যানার প্রদর্শন করেন তারা।
সমাবেশে একজন বক্তা বলেন, ‘আমরা নারীদের রক্ষার নামে তাদেরকে পিছে টেনে ধরি, ঘরে আবদ্ধ করি, তাদের স্বাভাবিক জীবন যাপনকে ব্যাহত করি। এভাবে কোনো সমাধান হয় না। আমরা আসলে তাদের কাদের হাত থেকে রক্ষা করছি ‘
আরেক জন বলেন, ‘আমরা রক্ষার নামে ছোট মেয়েদের মাঝবয়সী লোকদের সঙ্গে বিয়ে দিয়ে দিই। একবারও মেয়েটির মানসিক, শারীরিক আঘাত-যন্ত্রণার কথা চিন্তা করি না।’
তিনি বলেন, ‘আমরা বলতে চাই, সুরক্ষার নামে আমাদের ওপর কোনো প্রকার প্রতিবন্ধকতা চালানো চলবে না।’
বক্তারা বলেন, তারা ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডে বিশ্বাসী না। ধর্ষণসহ কোনো অপরাধ দমনের ক্ষেত্রে এর কোনো প্রভাব নেই। যদি হতো, তাহলে এই আইন করার পরে, অক্টোবর মাসেই ধর্ষণ ও ধর্ষণে চেষ্টার ৪৪১ টি খবর সামনে আসত না।