সন্ধ্যার পর কোনো তরুণ-তরুণী বাড়ির বাইরে যেতে পারবে না বলে জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) রহিমা খাতুন। তিনি বলেছেন, আদেশ অমান্য করলে অভিযান চালিয়ে সাজা দেয়া হবে।
শিবচর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় মঙ্গলবার সন্ধ্যায় রহিমা খাতুন বলেন, ‘ছেলে-মেয়ের যদি প্রয়োজন হয় তাহলে অভিভাবক নিয়ে বাইরে যাবে।’
এমন সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে ডিসি বলেন, ‘দোকানের টেলিভিশনের কারণে আড্ডা বেশি হয়। এতে যারা শিক্ষার্থী, তারা পড়াশোনা করে না। আর যারা কৃষক বা কাজ করে, তারা অনেক সময় ধরে অলস সময় কাটায়। পরিবারে কী হচ্ছে তার খোঁজ রাখে না। এ কারণে চায়ের দোকানে টেলিভিশন রাখা যাবে না।’
ডিসি তার যুক্তি হিসেবে বলেন, ‘টেলিভিশন দেখার নামে ক্রিকেট খেলা নিয়ে জুয়াও খেলে। সন্ধ্যার পর ব্যস্ততম এলাকায় দেখা যায় মোবাইলে লুডু খেলা নিয়েও জুয়া চলে। এসব বন্ধ করতে হবে।’
জনগণকে সচেতন করতে মাইকিং করা হবে জানিয়ে রহিমা খাতুন বলেন, ‘ইয়াং ছেলে-মেয়ে ও শিক্ষার্থীরা যদি সন্ধ্যার পরে বিনা কারণে বাইরে আড্ডা দেয়, তাহলে আমরা অভিযানে যাব। আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা পুলিশ ও অন্যান্য বাহিনীর সহযোগিতা নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করব।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসি (ল্যান্ড) এম রাকিবুল হাসান।