বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনার প্রস্তুতি কোথায়: জিএম কাদের

  •    
  • ২৫ নভেম্বর, ২০২০ ১৮:২৫

বুধবার তার বনানী কার্যালয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে সরকারের প্রতি এসব প্রশ্ন তোলেন তিনি।

করোনার দ্বিতীয় দফা সংক্রমণ প্রতিরোধে সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

তার জিজ্ঞাসা, ‘বলা হচ্ছে সব প্রস্তুত। কিন্তু কোথায় প্রস্তুত? যারা বড়লোক তাদের জন্য প্রস্তুত। তাদের হেলিকপ্টারে করে নেয়া হচ্ছে। কিন্তু গরিব মানুষের জন্য কী করা হচ্ছে?’

বুধবার তার বনানী কার্যালয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে সরকারের প্রতি এসব প্রশ্ন তোলেন তিনি।

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা বলেন, ‘আজকে একজন আমার কাছে রিকোয়েস্ট করতে এসেছিল যে, তার একটি আইসিইউ বেড লাগবে ঢাকা শহরে, সে জন্য সে পয়সা দিতে রাজি আছে। আমি টেলিফোন করলাম। আমাকে বলা হলো যে, সব বন্ধ, এখানকার রোগীদেরও এখন বাইরে পাঠাচ্ছে। আর সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে তারা প্রস্তুত।’                                                                                                  

করোনার টিকা বাংলাদেশে পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সে দিন বলেছেন, ভ্যাকসিনের জন্য টাকা দিয়েছেন। একটি বেসরকারি কোম্পানিও ভ্যাকসিন নিয়ে আসার কাজ শুরু করবে। আমাদের কথা হলো মুখের কথা অনেক শুনেছি, কার্যকর কিন্তু সব সময় হয় না।’

তবে টিকার কথা বলে যেতে হবে বলে তিনি মন্তব্য করেন। বলেন, ‘এই ভ্যাকসিনের কথা যেন ভ্যাকসিন আসা পর্যন্ত সবাই বলতেই থাকি। কারণ আমরা যদি বলতে ভুলে যাই, উনারাও ভুলে যাবেন। তখন দেখা যাবে সারা বিশ্বে সব দেশে করোনার টিকা চলছে, কিন্তু আমাদের দেশে তখনও আসতেছে না। আমরা খালি প্রস্তুত হয়ে বসে রয়েছি।’                                                                   

সরকারি হাসপাতালগুলো ফ্রি করে দেয়া উচিত বলেও মনে করেন জিএম কাদের। বলেন,  করোনাভাইরাসের এ সময় দেশের বড় লোকেরা, হাসপাতালগুলোতে জায়গা পাচ্ছে। যেহেতু তাদের পয়সা আছে। গ্রামে ও মফস্বল শহরে কোনো প্রকার কোভিড হাসপাতাল নেই। কোনো লাইফ সাপোর্টের ব্যবস্থা নেই।’  

শিক্ষা ব্যবস্থারও সমালোচনা করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় হ-য-ব-র-ল অবস্থা চলছে। কোনোখানে কোনো কোয়ালিটি মেইনটেইন করা হচ্ছে না।

তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু আমাদের কথাকে তেমন গুরুত্ব দেয়া হচ্ছে না।’                                                                          

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুসহ শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য দেন।

এ বিভাগের আরো খবর