রাজধানীর উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত এক শ্রমিক মারা গেছেন।
শারমিন আক্তার নামের ওই শ্রমিক বুধবার সকালে আশুলিয়ার ইয়ারপুর টানপাড়া এলাকায় নানার বাড়িতে মারা যান।
ওই নারীর স্বজন ও শ্রমিক নেতাদের অভিযোগ, আট বছর আগে ওই দুর্ঘটনার পর থেকেই অসুস্থ ছিলেন শারমিন। চিকিৎসা না পেয়েই তার মৃত্যু হয়েছে।
২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিকের মৃত্যু হয়। সে ঘটনায় আহত হন অনেকে।
শারমিন তাজরিন ফ্যাশনসের চতুর্থ তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন।
তার সহকর্মী নাছিমা আক্তার জানান, তিনি ও শারমিন তাজরীন ফ্যাশনসের চার তলায় কাজ করতেন। ২৪ নভেম্বর আগুন লাগার পরপরই পুরো ফ্লোর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তখন শারমিন অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই তিনি অসুস্থ ছিলেন।
বাংলাদেশ গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগের সাভার-আশুলিয়া শাখার সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ নিউজবাংলাকে বলেন, ‘দুর্ঘটনার পর থেকেই শারমিন অসুস্থ ছিল। সে কোনো চিকিৎসা পায়নি। সাহায্য-সহযোগিতাও পায়নি। আমরা খবর পেয়ে তার বাড়িতে এসেছি।’
শারমিনের পরিবারের বরাত দিয়ে ওই শ্রমিক নেতা জানান, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরীনের আহত শ্রমিকদের চলমান অনশনে অংশ নিয়েছিলেন শারমিন। পরে অসুস্থ হয়ে গেলে সহকর্মীরা তাকে আশুলিয়ায় বাড়িতে পাঠিয়ে দেয়।
এরপর স্থানীয়দের কাছ থেকে সাহায্য নিয়ে তার চিকিৎসা চলছিল। তবে ভালো চিকিৎসা না পাওয়ায় বুধবার সকালে তার মৃত্যু হয়।