বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পেছাতে পারে আগামী এসএসসি-এইচএসসি পরীক্ষা

  •    
  • ২৫ নভেম্বর, ২০২০ ১৩:২৩

দীপু মনি বলেন, শীতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আশঙ্কা রয়েছে। চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছে না বলেই সরকার পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

করোনাভাইরাস মহামারির কারণে আগামী বছরের এসএসসি ও এইচএসসিসহ সমমানের পরীক্ষা পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার দুপুর ১২টার পর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

গত ২৯ অক্টোবর সংবাদ সম্মেলনে করোনা পরিস্থিতিতে চলতি বছর এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছিলেন, ফল ঘোষণা করা হবে জেএসসি ও এসএসসির ফলের গড় করে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

সবশেষ সংবাদ সম্মেলনে দীপু মনি বলেন, শীতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আশঙ্কা রয়েছে। চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছে না বলেই সরকার পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। প্রতিষ্ঠান খোলার পর তিন থেকে চার মাস ক্লাস করার সুযোগ দিয়ে এসব পরীক্ষা নেয়া হবে।

মন্ত্রী জানান, পরীক্ষা কতদিন পেছাবে এবং সিলেবাস কতটুকু কমবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আগামীতে এসএসসি ও এইচএস পরীক্ষা কেন্দ্র সংখ্যা বাড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

একই সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, মাধ্যমিকে ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে। লটারির মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলে ভর্তি করা হবে।

ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুকসহ বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।

করোনার কারণে মার্চ থেকে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান চলতি শিক্ষাবর্ষে আর খুলছে না। সবশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। পরে কী হবে, সে সিদ্ধান্ত এখনো জানায়নি সরকার।

এ বিভাগের আরো খবর