হবিগঞ্জ শহরে ব্যাটারিচালিত ইজিবাইক স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেখ আবদুর রশীদের।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী নিউজবাংলাকে বিষয়টি জানিয়েছেন।
আবদুর রশীদের বাড়ি হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর পূর্বহাটিতে। তিনি জেলা বিএনপির সাবেক সদস্য। সংঘর্ষের সময় মাথায় ট্যাটার আঘাত পান তিনি।
ওসি মাসুক জানান, গত ১৯ নভেম্বর হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকার খোয়াইমুখে ব্যাটারিচালিত ইজিবাইকের স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তারা প্রতিপক্ষের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে অন্তত ৩০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে ১০টি টিয়ারশেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে আট জনকে আটক করা হয়। তাদের মধ্যে চার জনকে ছেড়ে দিয়ে বাকিদের কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আবদুর রশীদসহ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় রশীদের।
এ ঘটনায় ২০ নভেম্বর পুলিশ বাদী হয়ে অন্তত ৩০০ জনকে আসামি করে মামলা করে।