গত ৩০ অক্টোবর থেকে রাশেদুল ইসলাম ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন। গত আট দিন আগে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল।
করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম মারা গেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেন হাসপাতালটির উপপরিচালক আলাউদ্দিন আল আজাদ বলেন, গত ৩০ অক্টোবর থেকে রাশেদুল ইসলাম ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন। গত আট দিন আগে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল।
রাশেদুল ইসলামের গ্রামের বাড়ি দিনাজপুর। তিনি পরিবার নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে থাকতেন।