দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
এক শোকবার্তায় তিনি বলেন, সাংবাদিক, কলামনিস্ট, রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মুনীরুজ্জামানের অবদান বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় তথ্যমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সী এই সাংবাদিকের মৃত্যু হয়। বিকেলে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী ও ছেলে রেখে গেছেন।
মুনীরুজ্জামানের বড় ভাই রফিকুজ্জামান জানান, করোনাভাইরাসে আক্রান্ত মুনীরুজ্জামানের চিকিৎসা চলছিল মুগদা হাসপাতালে। গত কয়েক দিন তার অবস্থা ভালোই ছিল। সকাল সোয়া ৭টার পর তার মৃত্যু হয়।
মুনীরুজ্জামান দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন এক যুগের বেশি সময়। এর আগে তিনি সংবাদের সম্পাদকীয় বিভাগের দায়িত্বে ছিলেন।