বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মো. হামিদুর রহমান। পরিবার নিয়ে থাকেন রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকায়।
গত ১৫ নভেম্বর রাত ১১টার দিকে তাকে খুঁজতে ফোর্স নিয়ে আসেন তেজগাঁও মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নিজাম। পরোয়ানা দেখিয়ে গ্রেফতার করা হয় তাকে।
হামিদুরকে এসআই নিজাম জানান, তার নামে বরিশালের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ও গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে। এই দুটি মামলাতেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
ঘটনার বিষয়ে হামিদুর নিউজবাংলাকে বলেন, ‘এসআই নিজামের কথা শোনার পর আমরা সবাই অবাক। মামলা তো দূরের কথা, আজ পর্যন্ত আমার নামে কোনো জিডি হয়নি। বরিশালে আমার খুব একটা যাতায়াত নেই। তাহলে বরিশালে মামলা হবে কেন?’
বিটিভির এ কর্মকর্তা জানান, কোথাও ভুল হচ্ছে জানিয়ে এসআই নিজামকে গ্রেফতারি পরোয়ানার বিষয়টি যাচাই-বাছাই করার অনুরোধ করেন তিনি। কিন্তু এসআই কোনো কথা কানে না নিয়ে আসামি হিসেবে তাকে তেজগাঁও মডেল থানায় নিয়ে যান। ফলে হাজতেই রাত কাটে তার।
পরদিন পরোয়ানা নিয়ে থানার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সন্দেহ হলে ছাড়া পান হামিদুর। কিন্তু ততক্ষণে গণমাধ্যমে নারী নির্যাতনের দায়ে বিটিভির ইঞ্জিনিয়ারিং ম্যানেজারের গ্রেফতারের খবর প্রচার হয়। কর্মস্থল, আত্মীয়-স্বজনের কাছে হেয় হন তিনি।
এ বিষয়ে জানতে এসআই নিজামকে ফোন করা হলে তিনি নিউজবাংলাকে জানান, অসুস্থতার কারণে কথা বলতে পারবেন না।
তেজগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, ‘ওয়ারেন্ট এতটাই নিখুঁত ছিল যে, এটা ভুয়া কি না, তা যাচাই না করে বলা সম্ভব নয়। তবে গৌরনদী থানায় খোঁজ নিয়ে এমন মামলার কোনো তথ্য জানা যায়নি।
‘মামলা সম্পর্কে বিস্তারিত জানাতে এসপি মহোদয় ও সংশ্লিষ্ট আদালতে চিঠি দিয়েছি। প্রতিবেদন পেলে আমরা আইনি ব্যবস্থা নিতে পারব।’
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন নিউজবাংলাকে বলেন, ‘হামিদুর রহমান নামে কোনো ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়নি। ডিএমপির তেজগাঁও থানা থেকে টেলিফোনে এ বিষয়ে যাচাই-বাছাই করা হয়েছে। চিঠি পেলে আমি এর আনুষ্ঠানিক জবাব জানাব।’
হামিদুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘নিরপরাধ হয়েও সমাজের চোখে আমি অপরাধী। মানহানির অভিযোগে ডিএমপি কমিশনার বরাবর চিঠি দিয়েছি। কিন্তু হারানো সম্মান কি আর ফেরত পাব?’
এর আগেও ভুয়া পরোয়ানায় নাজেহাল করার ঘটনায় গত ১৪ অক্টোবর একটি আদেশ দেয় হাইকোর্টের এক বেঞ্চ। আদেশে বলা হয়, গ্রেফতারের আগে অবশ্যই পরোয়ানা জারির বিষয়টি আদালত থেকে নিশ্চিত হতে হবে।
বিটিভি কর্মকর্তা হামিদুর রহমানের গ্রেফতারে আদালতের সে নির্দেশনা অনুসরণ করেনি তেজগাঁও থানা পুলিশ।