ধর্ম মন্ত্রণালয় ছাড়া এই মুহূর্তে মন্ত্রিপরিষদে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ের মহাসড়ক বিভাগের সভাকক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
‘এই মুহূর্তে আর কোনো পরিবর্তন আসছে না। খুব সহসা এমন সিদ্ধান্ত আসতে পারে বলে মনে হচ্ছে না।’
জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। বঙ্গভবনে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধর্ম প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
কাদের জানান, করোনাভাইরাসের কারণে সংক্ষিপ্ত পরিসরে শপথ অনুষ্ঠান হবে।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার কঠোর অবস্থানে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হতে পারে।
পৌরসভা নির্বাচনের মনোনয়ন, কানাডায় অর্থপাচার ও গোল্ডেন মনির প্রসঙ্গেও কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।