বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যাবজ্জীবন আমৃত্যু সাজা কি না, জানা যাবে ১ ডিসেম্বর

  •    
  • ২৪ নভেম্বর, ২০২০ ১৬:১০

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সাত বিচারপতির আপিল বেঞ্চ এ দিন নির্ধারণ করে।

যাবজ্জীবনের সাজা আমৃত্যু কারাদণ্ড নাকি ৩০ বছর, সে সংক্রান্ত রিভিউ আবেদনের শুনানি শেষে রায়ের জন্য ১ ডিসেম্বর দিন নির্ধারণ করে দিয়েছে আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সাত বিচারপতির আপিল বেঞ্চ এ দিন নির্ধারণ করে।

রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন শিশির মোহাম্মদ মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আইনজীবী শিশির মোহাম্মদ মনির নিউজবাংলাকে জানান, ‘যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস’ আপিল বিভাগের এমন অভিমতের পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান ছিল। আপিল বিভাগ এ বিষয়ে পুনঃশুনানি করেন। আপিল বিভাগের বিচারপতি পরিবর্তীত হওয়ায় পুনঃশুনানি হয়েছে। শুনানি শেষে ১ ডিসেম্বর রায় দেয়ার দিন নির্ধারণ করে আপিল বিভাগ।

এর আগে ২০১৯ সালের ১১ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রায়টি অপেক্ষমান রাখেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০১ সালে সাভারে জামান নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় আতাউর মৃধাসহ দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে ২০০৩ সালের ১৫ অক্টোবর রায় দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন।

শুনানি নিয়ে ২০০৭ সালের ৩০ অক্টোবর রায়ে হাইকোর্ট দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। এই রায়ের বিরুদ্ধে আসামিরা আবারও আপিল করেন।

২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের দেয়া রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আদালত যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাসসহ সাত দফা অভিমত দেয়।

এরপর আসামি আতাউর আপিল বিভাগের অভিমত রিভিউয়ের জন্য আবেদন করেন। ওই আবেদনের চুড়ান্ত শুনানি মঙ্গলবার শেষ হয়।

এ বিভাগের আরো খবর