বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাইয়ের হাতে খুন

  •    
  • ২৪ নভেম্বর, ২০২০ ১০:৫১

নিহত শাপলা মিয়ার (৫০) সঙ্গে চার শতাংশ জমি নিয়ে বিরোধ ছিল তার বড় ভাই আদম আলীর।

জমি নিয়ে বিরোধের জের ধরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শাপলা মিয়ার (৫০) সঙ্গে চার শতাংশ জমি নিয়ে বিরোধ ছিল তার বড় ভাই আদম আলীর। এর জেরেই ভাইকে তিনি হত্যা করেন। 

জানা যায়, বিরোধপূর্ণ জমি নিয়ে সোমবার রাত নয়টার দিকে স্থানীয় ঢোলভাঙ্গা বাজারে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়।

এক পর্যায়ে বড় ভাই আদম আলী বাজারের একটি টেইলার্স থেকে কাঁচি নিয়ে এসে শাপলা মিয়ার বুকে ঢুকিয়ে দেন।

স্থানীয়রা উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে শাপলা মিয়ার মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান নিউজবাংলাকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। অভিযুক্ত বড় ভাই আদম আলীও আহত হয়েছেন। তবে তিনি পলাতক, তাকে আটকের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর