বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যৌনাঙ্গে আগুন, সেই নারীর অপারেশন মঙ্গলবার

  •    
  • ২৩ নভেম্বর, ২০২০ ২১:৫৩

মেয়ের বাবার অভিযোগ, বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে কোমরের নিচের অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী। এরপর ফোন করে মেয়েকে নিয়ে যেতে বলেন তিনি।

যৌতুক না পেয়ে যৌনাঙ্গে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়া গৃহবধূ ইয়াসমিন আক্তার সুইটিকে চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডের প্রধান করা হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেনকে। এরই মধ্যে সেই বোর্ড বৈঠক করেছে। মঙ্গলবার অপারেশন করা হবে।

চিকিৎসকরা বলছেন, অপারেশন করলে আগুনে যৌনাঙ্গের কী ক্ষতি হয়েছে, সেটি আর আগের অবস্থায় ফিরবে কি না, এ বিষয়ে বলা যাবে।

হাসপাতালটি আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর নিউজবাংলাকে জানান, এই তরুণীর শরীরের ২৫ শতাংশ দগ্ধ রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়।

গত শনিবার রাত পৌনে ১০টার দিকে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পূর্ব কোদালা সন্ধীপাড়া গ্রামে শুক্রবার ভোরে স্বামী মোহাম্মদ রাসেল তার বাড়িতে সুইটির শরীরে কোমর থেকে নিচের অংশে পেট্রল দিয়ে আগুন দেন বলে অভিযোগ ওঠে।

পরে সুইটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

সুইটির বাবা হারুন অর রশিদ জানান, সাত বছর আগে পাশের গ্রামের রাসেলের সঙ্গে সুইটির বিয়ে দিয়েছিলেন। তাদের একটি চার বছরের সন্তান রয়েছে। বিয়ের প্রথম দিকেই খুব ভালো কাটছিল। কিন্তু পরে যৌতুক দাবি করে প্রায়ই মারধর করতেন সুইটিকে।

হারুন জানান, বৃহস্পতিবার রাতে সুইটির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে তাকে ফোন করে মেয়েকে নিয়ে যাওয়ার কথা বলেন।

পরে সুইটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ফোন করার পরই রাসেল বাড়ি থেকে সটকে পড়েন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অভিযুক্ত রাসেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই নারীর বাবা।

এ বিভাগের আরো খবর