বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বুড়িগঙ্গা তীরের দেড়শ স্থাপনা উচ্ছেদ

  •    
  • ২৩ নভেম্বর, ২০২০ ২০:৪৯

নদী তীরবর্তী সড়কের উত্তর পাশে গড়ে ওঠা ১৫টি পাকা দোতলা, ২০টি পাকা একতলা ও ২৫টি আধাপাকা স্থাপনার পাশাপাশি ৮৫টি টং ঘর ও পাঁচটি পাকা দেয়াল গুঁড়িয়ে দেয়া হয়।

বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে পরিচালিত অভিযানে পুরান ঢাকার মিটফোর্ড ও সোয়ারীঘাট এলাকার অন্তত দেড়শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছ বিআইডব্লিউটিএ।

সোমবার সকাল ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।

বিআইডব্লিউটিএর ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী নিউজবাংলাকে বলেন, অভিযানে নদী তীরবর্তী সড়কের উত্তর পাশে গড়ে ওঠা ১৫টি পাকা দোতলা, ২০টি পাকা একতলা ও ২৫টি আধাপাকা স্থাপনার পাশাপাশি ৮৫টি টংঘর ও পাঁচটি পাকা দেয়াল গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযানে নদী তীরের দেড় একর জমিও উদ্ধার করা হয় বলে জানান ‍গুলজার আলী।

আগের দিন একই ধরনের অভিযানে ওয়াইজঘাট থেকে বাদামতলী পর্যন্ত ১২০টি ফলের আড়ত ও অর্ধ শতাধিক টংঘর উচ্ছেদের পাশাপাশি তিন একর জমি উদ্ধার করে বিআইডব্লিউটিএ।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ঘনিষ্ঠরা এই এলাকায় অবৈধ স্থাপনাগুলো গড়ে তুলেছিলেন।

এ বিভাগের আরো খবর