চট্টগ্রামে ইয়াছমিন আকতার সুইটি নামের এক নারীর যৌনাঙ্গ পেট্রল ঢেলে আগুন দেয়ার ঘটনায় তার স্বামী মো. রাসেলকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার রাসেলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড দেয়।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব মিল্কি নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
গৃহবধূ ইয়াছমিনকে শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।
যৌতুক না পেয়ে ইয়াসমিনকে পেট্রল ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠে তার স্বামী রাসেলের বিরুদ্ধে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের গোয়ালপুরা গ্রামের সন্দ্বীপপাড়ায় শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।