চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৪২ জন করোনা রোগী শনাক্তের তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। গত চার মাসেরও বেশি সময়ের মধ্যে এক দিনে এত বেশি রোগী শনাক্ত হয়নি।
এর আগে গত ৮ জুলাই চট্টগ্রামে ২০০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
সোমবার জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় জেলায় বেসরকারি সাতটি ল্যাবে এক হাজার ২৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৮৭০ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩১৩। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৭৪ জন।
শীত আসার আগে আগে গত কয়েক দিন ধরে সারা দেশেই করোনা সংক্রমণ বাড়ার তথ্য মিলছে। শীতে করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে বলে সতর্ক করে স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিচ্ছে সরকার।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি নিউজবাংলাকে বলেন, ‘দিন দিন চট্টগ্রামে করোনা শনাক্তের হার বাড়ছে। এজন্য আমরা সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি।’
ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ২৭৭ জনের নমুনা পরীক্ষা করিয়ে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবেও ১৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়।
শেভরন ল্যাবে ২৭৩ জনের করোনা পরীক্ষা করে ৫০ জন করোনা শনাক্ত হয়।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ছয় জনের করোনা শনাক্ত হয়।