লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার মসজিদে তর্কাতর্কির জেরে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার মামলায় নতুন করে দুজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার ভোরে বুড়িমারীর উফারমারা থেকে জিএম মানিক ও আউলিয়ার হাট কামাতপাড়া থেকে আব্দুল রাজ্জাককে গ্রেফতার করা হয়।
লালমনিরহাট ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুন্নবী বিষয়টি জানিয়েছেন।
এ নিয়ে আলোচিত ওই হত্যার ঘটনায় তিন মামলায় ৩৮ আসামিকে গ্রেফতার করা হলো।
মাহমুদুন্নবী জানান, গ্রেফতার দুজনকে সোমবার দুপুরে লালমনিরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালত-৩-এর বিচারক বেগম ফেরদৌসী বেগমের আদালতে হাজির করা হবে। তাদের রিমান্ড চাওয়া হবে।
গত ২৯ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে তর্কাতর্কির পর ধর্ম অবমাননার অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয় ৫০ বছর বয়সী শহীদুন্নবী জুয়েলকে। পরে তার দেহে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেয়া হয়।