বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উন্নয়নে অবদানের পুস্তিকা বানাবে বিএনপি

  •    
  • ২২ নভেম্বর, ২০২০ ১৮:০৭

জিয়াউর রহমানের শাসনামলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ পরিচিত হয়ে উঠেছিল একটি কার্যকর, কল্যাণ ও আধুনিক রাষ্ট্র হিসেবে। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবার বেগম জিয়ার নেতৃত্বে জনকল্যাণমূলক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে: খন্দকার মোশাররফ

বাংলাদেশের উন্নয়নে বিএনপির ‘সাফল্য’ পুস্তিকা আকারে প্রকাশ করবেন দলটি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে এই সিদ্ধান্ত হয়েছে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি নেতা বলেন, আগামী বছর স্বাধীনতার ৫০ বছর পূর্তি তারা বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করবেন।

বাংলাদেশের উন্নয়নে বিএনপির অবদান বেশি দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি এসব সাফল্যের বিস্তারিত পুস্তিকা আকারে প্রকাশের মাধ্যমে প্রকৃত চিত্র নতুন প্রজন্মের কাছে আরও স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে তুলে ধরার প্রয়াস গ্রহণ করবে।’

রোববার রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি নেতা বলেন, ‘শহীদ জিয়ার হাত ধরেই আধুনিক বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার সূত্রপাত। বাংলাদেশে অর্থনীতির মূল ভিত্তি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই রচিত হয়েছিল।

‘যে পোশাক খাত ও প্রবাসী আয়ের ওপর ভিত্তি করে বর্তমান অর্থনীতি দাঁড়িয়ে আছে, জিয়ার হাত ধরেই তার যাত্রা শুরু। নাগরিকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গার্মেন্টস রফতানি শুরু হয় শহীদ জিয়ার উদ্যোগেই।’

বিএনপি নেতা বলেন, ‘স্বাধীনতা উত্তর বাংলাদেশ পরিচিত হয়েছিল তলাবিহীন ঝুড়ি হিসেবে। জিয়াউর রহমানের শাসনামলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ পরিচিত হয়ে উঠেছিল একটি কার্যকর, কল্যাণ ও আধুনিক রাষ্ট্র হিসেবে। একইভাবে পরবর্তীকালে বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবার বেগম জিয়ার নেতৃত্বে জনকল্যাণমূলক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।’

তিনি বলেন, খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ এশিয়ান ইমার্জিং টাইগার হিসেবে পরিচিতি লাভ করে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয় তার সময়ে প্রতিষ্ঠিত হয়। নারী-শিক্ষা এগিয়ে নিতে বেগম জিয়া নারীদের বিনা বেতনে পড়াশুনার সুযোগ করে দেন। এভাবে প্রতিটি ক্ষেত্রে বিএনপির সাফল্যের অগুণতি উদাহরণ রয়েছে।

মুক্তিযুদ্ধ কোনো একটি দল বা গোষ্ঠীর অর্জন নয় দাবি করে বিএনপি নেতা বলেন, ‘হয়তো আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিরাট পার্থক্য বিদ্যমান। কিন্তু অপ্রাপ্তি যাই থাকুক, স্বাধীনতা আমাদের জীবনের সেরা অর্জন।’

মানুষ এখন নিজ দেশে পরাধীন হয়ে গেছে অভিযোগ করে বিএনপি নেতা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জনগণ যে রাষ্ট্রের মালিক হয়েছিল, সত্যিকার অর্থে জনগণের কাছে কি সেই রাষ্ট্রের মালিকানা আছে, নাকি এখন নিজ দেশেই পরাধীন?

‘আজ কারা স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষদের গুম খুন করছে, অপহরণ করছে, গুম কিংবা অপহৃত মানুষগুলোকে কেন সীমান্তের ওপারে পাওয়া যায়? কেন সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়?’

দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই বলেও দাবি করেন খন্দকার মোশাররফ।

এ বিভাগের আরো খবর