র্যাবের অভিযানে গ্রেফতার হওয়া মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে ১১ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
রোববার বেলা চারটায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবু বকর ছিদ্দিক বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনের মামলায় সাত দিন করে রিমান্ডের আদেশ দেন। তবে তাকে দুটি মামলায় সাত দিন জিজ্ঞাসাবাদ করতে হবে।
ওই আদেশের পর আরেক বিচারক মাসুদুর রহমানের আদালত মাদক মামলায় মনিরকে চার দিনের রিমান্ডের আদেশ দেন। এর ফলে মনিরকে ১১ দিনের রিমান্ডে পেল পুলিশ।
তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন-নিরস্ত্র) ইয়াসিন গাজী প্রথম দুটি মামলায় সাত দিন করে ১৪ দিন এবং আরেক তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক জানে আলম মাদক মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে দুই বিচারক ১১ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
এর আগে রোববার সকালে র্যাব বাড্ডা থানায় তিনটি মামলা করে।
শুক্রবার রাত থেকে শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা অভিযান চালিয়ে মনিরকে গ্রেফতার করে র্যাব। তাকে বাড্ডা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।