রাজধানীর বনানীর বিটিসিএল কলোনির একটি অংশে আগুন ধরেছে। এতে ২৫টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
রোববার বেলা তিনটার কিছু আগে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট তিনটা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও চারটি ইউনিট।
আগুনে আধা পাকা ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি আশপাশের কিছু ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩-এর উপসহকারী পরিচালক নিয়াজ আহমেদ নিউজবাংলাকে জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, ‘সাধারণত এইসব ক্ষেত্রে আগুন লাগে ইলেক্ট্রিক তার, গ্যাসের লাইন, কয়েল, বিড়ি সিগারেট থেকে। এখন পর্যন্ত নিশ্চিত না। আমরা ৩টার সময় আগুন লাগার খবর পাই।
‘৩টা ২৫ এর মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। ২০-২৫টা ঘর পুড়ে গেছে। কোনো হতাহতের ঘটনা নেই।’