বগুড়ার শেরপুর উপজেলায় বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
শনিবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের ধনকুন্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আব্দুর হাই, একই গ্রামের আল আমিন ও ঘাসুরিয়াগ্রামের শাহ সুলতান। তবে আহদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুপুর দেড়টার দিকে পাঁচ জন যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যান চান্দাকোনার দিকে যাচ্ছিল। ধনকুন্ডি এলাকায় ঢাকাগামী একটি বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আবদুর হাই, আমিন ও সুলতান। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন।
বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক মো. আশরাফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, দুর্ঘটনায় তিন জন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত তিন জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরই বাস নিয়ে পালিয়ে গেছেন চালক।