নাটোরের নলডাঙ্গায় ছিনতাইকারীদের হামলায় তিন লাখ টাকা হারানোর পাশাপাশি মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর।
শনিবার রাত ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সার ব্যবসায়ী অরুণ শর্মার (৬২)। তার বাড়ি নলডাঙ্গা পৌর এলাকার সোনাপাতিল গ্রামে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম নিউজবাংলাকে জানান, শনিবার রাতে নলডাঙ্গা বাজারে সারের দোকান বন্ধ করে তিন লাখ টাকাসহ বাড়ি ফিরছিলেন অরুণ। আটটার দিকে তালতলা মোড়ের কাছে পৌঁছালে পেছন থেকে তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। আঘাত পেয়ে অরুণ রাস্তায় পড়ে গেলে তার কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ওসি আরও জানান, অরুণের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।