রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল।
শনিবার উত্তরা পশ্চিম ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন সোহরাব হোসেন (২১), তৌহিদুল ইসলাম (২২), সেলিম মিয়া (৩২), উজ্জল মিয়া (২৪) ও ফেরদৌস মজুমদার মাসুম (৩১)। মাসুমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, গ্রেফতারকৃতরা উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
শুক্রবার উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১টি হাতবোমাসহ মামুন পারভেজ ও সুমন শেখকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়।