যশোরে ট্রেন-ট্রাকের সংঘর্ষের সাত ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু হয়েছে।
শনিবার রাত তিনটার দিকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। আটকে পড়া ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেন তাদের গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
যশোর রেল জংশনের মাস্টার আয়নাল হোসেন নিউজবাংলাকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে খুলনা থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। রাত আড়াইটার সময় উদ্ধার কাজ শেষ হয়। এরপর তিনটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শনিবার রাত সাড়ে আটটায় যশোর সদরের মুড়লী লেভেল ক্রসিংয়ে রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কয়লাবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে সেখানে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আয়নাল হোসেন জানান, ট্রাকটি হঠাৎ বন্ধ গেট ভেঙে রেলক্রসিংয়ে উঠে পড়ায় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক আকবর আলী (৬০) নিহত হন।
গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেল্পার অঙ্গনকে (৩৩) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান যশোর সদরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান।