হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন দীপায়ন সরকার। সে সিগারেটের আগুন লাগে বালিশে। এরপর জ্বলতে শুরু করে মশারি। এ ঘটনায় মৃত্যু হয় দীপায়নের। দগ্ধ হন তার স্ত্রী, কন্যা।
শুক্রবার রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দীপায়নের।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন দীপায়নের স্ত্রী পপি সরকার (৩০) ও মেয়ে দিয়া রানী সরকারের (৫) অবস্থাও আশঙ্কাজনক বলে জানান বাচ্চু।
দীপায়নের বাড়ি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ইছাপুর গ্রামে। পরিবার নিয়ে ফতুল্লায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন নিউজবাংলাকে জানান, শুক্রবার রাতে চিৎকার শুনে স্থানীয় লোকজন দগ্ধ তিন জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।