জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও কবি হিমেল বরকত আর নেই। তার বয়স হয়েছিল ৪২ বছর।
হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মৃত্যু হয় তার।
হিমেলের ভগ্নিপতি মাহমুদ হাসান নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
হিমেল বরকত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে অনলাইনে ক্লাস নেয়ার সময় তার হার্ট অ্যাটাক হয়। এর পরপরই তাকে ভর্তি করা হয় হাসপাতালে।
ভগ্নিপতি মাহমুদ জানান, হিমেলের রক্তচাপ কমে গিয়েছিল। চিকিৎসকরা চেষ্টা করেও সেটা বাড়াতে পারেননি।
তিনি জানান, হাসপাতালে আসার পর দুই বার হার্ট অ্যাটাক হয় কবির। লাইফ সাপোর্টে নেয়ার পর তার মৃত্যু হয়।
হাসপাতাল থেকে জাবি শিক্ষকের মরদেহ নেয়া হয় মোহাম্মদপুরে সেবামূলক সংস্থা আল-মারকাজুল ইসলামীতে। সেখানে গোসল করানো শেষে মরদেহ নিয়ে রাজধানীর ধানমন্ডিতে তার বড় বোনের বাসায় যান স্বজনরা।
বাদ জোহর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সে সংলগ্ন মসজিদে তাকওয়ায় হিমেলের প্রথম জানাজা হবে। তারপর তাকে নিয়ে যাওয়া হবে জাহাঙ্গীরনগরে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দ্বিতীয় জানাজা হবে বেলা তিনটায়।
মাহমুদ হাসান আরও জানান, জাহাঙ্গীরনগরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শেষে কবি ও শিক্ষকের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলার মিঠাখালী গ্রামে রওনা হবেন স্বজনরা। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।