বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‌‘ধর্ষণ’: এনজিও কর্মী-বিজিবি পাল্টাপাল্টি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ নভেম্বর, ২০২০ ২৩:১২

অটোরিকশার যাত্রী এনজিও কর্মী বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এর পর কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মানহানি মামলা করেন বিজিবির এক সদস্য।

কক্সবাজারে বিজিবি সদস্যের বিরুদ্ধে এনজিও কর্মী মামলা করার পর সীমান্তরক্ষী বাহিনীটি ওই নারীর বিরুদ্ধে একশ কোটি টাকার মানহানি মামলা করেছে।

রোববার বিজিবির করা মামলার শুনানি হবে বলে জানিয়েছে বাহিনীটি। কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ শুনানি হবে।

এদিন আদালতে জমা দেয়া হবে তদন্ত প্রতিবেদনও।

বিজিবি জানায়, গত ৮ অক্টোবর টেকনাফে বিজিবি-২ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে তল্লাশি করা হয় ওই এনজিও কর্মীকে।

অটোরিকশার যাত্রী ওই নারী পরে বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তিনি বেসরকারি মানবাধিকার সংস্থা ব্লাস্টের কর্মী।

পরে গত ১০ নভেম্বর কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ওই নারীর বিরুদ্ধে মানহানি মামলা করেন বিজিবির দমদমিয়া তল্লাশি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত জেসিও নায়েব সুবেদার মোহাম্মদ আলী মোল্লা।

এরপর আদালত সাত কার্যদিবসের মধ্যে মামলার সাক্ষীদের জবানবন্দি নিয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেয়।

তবে এ বিষয়ে নারী এনজিও কর্মীর বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি। এনজিও সংস্থা ব্লাস্টের কোনো কর্মকর্তাও কথা বলতে রাজি হননি।

এ বিভাগের আরো খবর