জিসানুল হক নিউজবাংলাকে বলেন, আবদুল জলিল বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকিং করেছেন মর্মে চট্টগ্রাম কাস্টমস থেকে একটি মামলা হয়। চট্টগ্রাম সিআইডি ও ঢাকার সাইবার পুলিশের সহায়তায় শুক্রবার দুপুরে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগে আবদুল জলিল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার দুপুরে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক জিসান। গ্রেফতারের পর তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।
এ বিষয়ে জিসানুল হক নিউজবাংলাকে বলেন, আবদুল জলিল বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকিং করেছেন মর্মে চট্টগ্রাম কাস্টমস থেকে একটি মামলা হয়। চট্টগ্রাম সিআইডি ও ঢাকার সাইবার পুলিশের সহায়তায় শুক্রবার দুপুরে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
আব্দুল জলিল চট্টগ্রামে আমদানি সংশ্লিষ্ট ব্যবসা করতেন বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।