নারায়ণগঞ্জের বন্দরে একটি খাল পাড় থেকে এক নবজাতককে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হয়।
স্থানীয় হাসপাতালে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার সন্ধ্যায় নবজাতকটির মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে বন্দর উপজেলার ফরাজিকান্দায় একটি খালের পাড়ে এক নবজাতককে দেখতে পান স্থানীয়রা। ওই সময় শিশুটি কাঁদছিল। সজীব নামের এক যুবক কন্যাশিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূঁইয়া জানান, শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়। ফরাজীকান্দায় অভিযান চালিয়ে নবজাতকের বাবা-মাকে খুঁজে বের করে পুলিশ। এরপর শিশুটিকে তাদের কাছে দেয়া হয়।
ওসি জানান, নবজাতকটির আজকেই (শুক্রবার) জন্ম। সে খুব অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যায় সেখানে চিকিৎসারত অবস্থায় শিশুটি মারা যায়।
ওসি আরও জানান, অভাবের সংসারে বাচ্চার ভরণপোষণ সম্ভব নয় ভেবে তারা নবজাতককে খালের পাড়ে ফেলে গেছে। যদিও তারা পরে বুঝতে পারেন নিজের সন্তানকে ফেলে দেয়া উচিত হয়নি। এ ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর মামলা হবে।
স্থানীয়রা জানান, নবজাতকের বাবা লাল মিয়া ও মা রিক্তা বেগম ফরাজিকান্দা এলাকার আমানউল্ল্যাহ মিয়ার ভাড়াটিয়া। লাল মিয়া আটার মিলের শ্রমিক ও রিক্তা বেগম পোশাকশ্রমিক।