বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন শিপনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বেলা চার টার দিকে ইউনিয়নের কালিকাবাড়ি বাজার এলাকায় হামলার এ ঘটনা ঘটে।ইমান হোসেনকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইমাম হাসান শিপন জেলা যুবলীগ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
ইমামের ওপর কারা হামলা চালিয়েছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ বা পরিবারের কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সরিষামুড়ী ইউনিয়নের সাতঘর কালিকাবাড়ি বাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন শিপন। সেখান থেকে ফেরার পথে নাপিত বাড়ির সামনে ১০/১২ জন দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেয় স্থানীয়রা।
বরগুনা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক তারেক হাসান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তার বাম পায়ের হাড় বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া কাটা পড়েছে তার ডান পায়ের রগ। জখম রয়েছে ডান হাতের ওপরে।
পুলিশ এ ঘটনায় ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে।
বরগুনার সদর সার্কেলের পুলিশ সুপার মহররম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। কারা তার ওপর হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।