নভেম্বরের মাঝামাঝিতে এসে আবার বৃষ্টির কবলে ঢাকাবাসী। শুক্রবার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয় ঢাকায়।
আবহাওয়া অফিসার আফরোজা সুলতানা নিউজবাংলাকে জানান, এটি অসময়ের বৃষ্টি। কিছুক্ষণ হয়েই থেমে যাবে। তাদের রেকর্ড অনুযায়ী সারাদেশে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ঢাকায় গত দুইদিন সূর্যের আলো কম দেখা গেছে। তবে আগামীকাল থেকে দিনের বেলা রোদের সম্ভাবনা আছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এই মুহূর্তেই পুরোপুরি শীত অনুভূত হওয়ার সম্ভাবনা নেই। ডিসেম্বরের আগে শীত আসছে না ঢাকায়।
আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগের সময় পর্যন্ত তাদের হাতে ঢাকার বৃষ্টির কোনো রেকর্ড এসে পৌঁছায়নি বলে তারা জানিয়েছে।
নভেম্বরের শুরুতেই বৃষ্টির কবলে পড়েছিল সারা দেশ। গত মাসে আবহাওয়া অফিস জানিয়েছিল নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এ বছরের বৃষ্টি থাকতে পারে।বছরের অক্টোবর-নভেম্বর মাসে সমুদ্রের আচরণে পরিবর্তন আসে। বছরের এ সময় বেশ কিছু লঘুচাপ ও নিম্নচাপের সৃষ্টি হয়ে থাকে বঙ্গোপসাগরে। ফলে এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও বাড়ে।