সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
৭৩ সদস্যের এ কমিটিতে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে আবু আহমেদ মন্নাফীকে। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. হুমায়ুন কবির।
কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন নুরুল আমিন রুহুল, ডা. দিলীপ কুমার রায়, হাজী মো. সাহিদ, খন্দকার এনায়েত উল্ল্যাহ, মিজবাউর রহমান ভূঁইয়া রতন, আব্দুস সাত্তার মাসুদ, সাজেদা বেগম, আওলাদ হোসেন, শরফুদ্দিন আহমেদ সেন্টু ও হেদায়েতুল ইসলাম স্বপন।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কাজী মোরশেদ হোসেন কামাল, মো. মিরাজ হোসেন ও মহিউদ্দিন আহমেদ মহি।
- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন গোলাম আশরাফ তালুকদার, মো. আখতার হোসেন ও গোলাম সারোয়ার কবির। কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে স্থান পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস।
কমিটি অনুমোদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আশা করি, এই কমিটির নবনির্বাচিত সব সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে আরও সুদৃঢ়, সংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত করবেন।’
এর আগে বুধবার রাতে অনুমোদন দেয়া হয় আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের কমিটি।