বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিউজ হতে চাই না, নিউজ দিতে চাই: আইজিপি

  •    
  • ১৯ নভেম্বর, ২০২০ ১৮:৫০

পুলিশের হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো ক্ষমতা রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘পুলিশের একজন ডিসি, এডিসি, এসি ও থানার ওসি হবে তার এলাকার সবচেয়ে জনপ্রিয় সামাজিক ব্যক্তিত্ব। তাদের কাজের জন্য হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো মানুষ তাদের অনুসরণ করবে বলে আমার প্রত্যাশা।’

জনগণ সব দেখছে মন্তব্য করে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বাহিনীর প্রধান ড. বেনজীর আহমেদ বলেছেন, তারা পত্রপত্রিকায় খবর হতে চান না, খবর দিতে চান।

বৃহস্পতিবার রাজারবাগ পুলিশলাইন্সে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত সহকারী কমিশনার থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় হয় তার।

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বলেন, ‘আগে দর্শনধারী পরে গুণ বিচারী। পুলিশ অফিসার হিসেবে সবসময় মনে রাখতে হবে আমার আচরণ, ব্যবহার, কথাবার্তা ও চালচলন সর্বক্ষেত্রে জনগণ প্রত্যক্ষ করছে। এজন্য ইউনিফর্মের গৌরব নিয়ে চাকরিটা করতে হবে। আমরা পত্র-পত্রিকার নিউজ হতে চাই না, আমরা নিউজ দিতে চাই।’

পুলিশের হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো ক্ষমতা রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘পুলিশের একজন ডিসি, এডিসি, এসি ও থানার ওসি হবে তার এলাকার সবচেয়ে জনপ্রিয় সামাজিক ব্যক্তিত্ব। তাদের কাজের জন্য হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো মানুষ তাদের অনুসরণ করবে বলে আমার প্রত্যাশা।’

বেনজীর আহমেদ বলেন, ভালো কাজ করলে যে মানুষ ভালোবাসে তার প্রমাণ তোমরা করোনার সময় পেয়েছ।

তিনি বলেন, সারা বাংলাদেশের থানাগুলোতে ৬৯১২টি বিট রয়েছে। বিট পুলিশিং কার্যক্রমে আরও মনোযোগী হতে হবে।

আইজিপি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ পুলিশের আয়না ও পতাকা বহনকারী ইউনিট। এই গৌরব নিয়ে তোমাদের জনসেবায় কাজ করতে হবে। পুলিশের রয়েছে প্রচুর আইনি ক্ষমতা। এই ক্ষমতা কাজে লাগিয়ে মানুষকে সেবা দিতে হবে।’

এর আগে ডিএমপির কয়েকজন কর্মকর্তা বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও সমস্যা তুলে ধরেন।

সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘আইজিপি স্যার যে পরিবর্তনের ডাক দিয়েছেন তা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ দিয়ে স্যারকে সহায়তা করব। আমরা আন্তরিকভাবে কাজ করে ডিএমপিকে বদলে দিতে পারব।’

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর