কোভিড পরিস্থিতিতে পাঁচটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ এক মাস বাড়িয়েছে বাংলাদেশ বিমান।
রাষ্ট্রীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বলা হয়েছে, কোভিড সংক্রমণের কারণে যুক্তরাজ্যের ম্যানচেস্টার, সৌদি আরবের মদিনা, নেপালের কাঠমান্ডু, থাইল্যান্ডের ব্যাংকক ও কুয়েতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।
এর আগে ৩০ নভেম্বর পর্যন্ত এই পাঁচ রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিল বিমান।
আগস্ট থেকে অক্টোবরের শেষ পর্যন্ত করোনা সংক্রমণ কমে আসলেও গত এক সপ্তাহ ধরে সংক্রমণ আবার বাড়ছে। সরকার করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সাবধান করে স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিচ্ছে। মাস্ক পরা নিশ্চিত করতে চালানো হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও।
পাশাপাশি বিদেশ থেকে কোনো যাত্রী এলে তাকে কোভিড নেগেটিভ সনদ দেখাতে হবে বলে জানিয়েছে সরকার। আর নেগেটিভ সনদ নিয়ে এলেও বাধ্যতামূলকভাবে থাকতে হবে কোয়ারেন্টিনে।
বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন নিউজবাংলাকে বলেন, ‘কোভিড সংক্রমণ শুরুর পর থেকে অন্য আন্তর্জাতিক রুটগুলোর মতো এই পাঁচটি গন্তব্যেও ফ্লাইট বন্ধ ছিল। এবার মেয়াদ বাড়ানো হয়েছে।’
এগুলোতে বন্ধ থাকলেও অন্য গন্তব্যগুলোতে স্বাভাবিকভাবেই ফ্লাইট চলাচল করবে বলেও জানান তিনি।
দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত ২৫ মার্চ থেকে সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সে সময় থেকে ১৭টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল স্থগিত রেখেছিল বিমান।
পরে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হলে পর্যায়ক্রমে যুক্তরাজ্যের লন্ডন, মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভারতের কলকাতা ও দিল্লি, সিঙ্গাপুর, সৌদি আরবের জেদ্দা, দাম্মাম, রিয়াদ ও মক্কাসহ কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যে পুনরায় ফ্লাইট শুরু হয়।