দলীয় পরিচয়ে অপরাধ করে কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলির সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘দলের অনেক নেতাকর্মী অপরাধের কারণে জেলে আছেন। অনেকের বিরুদ্ধেই দুর্নীতির নানা অভিযোগের তদন্ত চলছে। দলীয় পরিচয় যেন কারো আত্মরক্ষার ঢাল না হয়। শেখ হাসিনা প্রমাণ করেছেন অপরাধ করলে তিনি দলের লোককেও ছাড় দেন না।’
দেশি-বিদেশি চক্রান্তের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গুজবের উপর ভর করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া দল, যে কোনো অবস্থায় মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্ম নিরপেক্ষতা নীতি থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’
কোনো নেতা যেন একাধিক সাব কমিটিতে জায়গা না পায় এ জন্য সাংগঠনিক সম্পাদকদের সতর্ক করে দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এক জন একাধিক কমিটিতে পদ পাবেন আর ত্যাগী নেতারা কিছুই পাবেন না এটা যেন না হয়।
বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের দলে প্রবেশ ঠেকাতে সাংগঠনিক সম্পাদকদের আরও কঠোর ভূমিকার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ যেন দলে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’