রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে সাত কেজি ওজনের সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ঢাকা কাস্টমস হাউজের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করে।
এ ঘটনায় আটকের পর বিমানবন্দর থানায় করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মোহাব্বত আলী নামের যাত্রীকে। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে।
জব্দকৃত সোনার বাজারমূল্য পাঁচ কোটি টাকার বেশি বলে জানিয়েছে ঢাকা কাস্টমস।
ঢাকা কাস্টমস হাউজের কমিশনার মোয়াজ্জেম হোসেন নিউজবাংলাকে জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে এমিরেটস এয়ারওয়েজের ইকে-৫৮২ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে আসেন মোহাব্বত। আগে থেকেই খবর ছিল তিনি অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সোনা এনেছেন।
কাস্টমস কর্মকর্তারা তাকে সন্দেহ করে শরীর তল্লাশি করে বিভিন্ন স্থানে লুকানো ৬০টি সোনার বার পান। পরে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১৮ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোয়াজ্জেম হোসেন বলেন, জব্দ সোনা সরকারি কোষাগারে জমা এবং আসামিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মোহাব্বত নিয়মিত ঢাকা-দুবাই যাতায়াত করতেন।