বরিশালের আট বছরের শিশু মোহাম্মদ রেজাউলের ঘুম আর কখনও ভাঙবে না। গত রাতে ঘুমিয়ে থাকার সময় আগুন পুড়ে মৃত্যু হয়েছে তার।
বুধবার ভোরে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামছড়ি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানাচ্ছে, ভোরে ঘুমিয়ে থাকার সময় হঠাৎ ঘরে আগুন লেগে যায়। এ সময় সবাই রেজাউলকে রেখেই ঘর থেকে বের হয়ে যায়। পরে আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে উদ্ধারের চেষ্টা করলেও তা সফল হয়নি।
নিহত রেজাউল ওই এলাকার মো. রবিউলের ছেলে।
বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, আগুন লাগার পর সবাই ঘর থেকে বের হয়ে গেলেও ঘুমন্ত শিশুকে বের করা যায়নি। পরে ঘরটি পুড়ে যায়, শিশু রেজাউল মারা যায়।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা। জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।