১০ বছর আগের এক ধর্ষণ মামলার রায় এসেছে বরগুনার বিচারিক আদালত থেকে।
রায়ে আসামি আবদুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে দুই লাখ টাকা।
বুধবার বেলা ১১টার দিকে বরগুনা নারী ও শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন।
মামলায় বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বরগুনা সদর উপজেলার আমতলী এলাকার এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন মালেক। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এক পর্যায়ে মালেক তাকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন।
এ ঘটনায় ২০০৯ সালের ৩০ জুন কিশোরী বাদী হয়ে বরগুনা নারী ও শিশু আদালতে মালেকসহ তিন জনকে আসামি করে ধর্ষণ মামলা করেন।
পরে বছর মালেককে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। মামলায় সাক্ষ্য দেন ৮ জন।
রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে বাদীপক্ষ তবে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামির আইনজীবী।