রাজধানীর বিভিন্ন জায়গায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির ১২০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট
বুধবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ এই আদেশ দেন। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত তাদেরকে জামিন দেয়া হয়েছে।
আদালতে বিএনপির নেতাকর্মীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ।
পরে তিনি সাংবাদিকদের বলেন, আদালত আমাদের আবেদনের শুনানি নিয়ে ১২০ জনকে ৫ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন।
সকালে আগাম জামিন নিতে গয়েশ্বর চন্দ্র রায়, দক্ষিণের মেয়র নির্বাচন করা ইশরাক হোসেন, ঢাকা-১৮ উপ নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এস এম জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ ১২০ নেতাকর্মী উপস্থিত হন।
জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন বিকেলে ঢাকার বিভিন্ন স্থানে দশটির অধিক গাড়িতে আগুন দেয়ার ঘটনায় ১৫টির বেশি মামলা হয়। এর বেশিরভাগ আসামিই বিএনপির নেতাকর্মী।