বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাইভার বিষয়টি ‘দেখবেন’ আইনমন্ত্রী

  •    
  • ১৭ নভেম্বর, ২০২০ ১৭:২৪

আইনমন্ত্রী বলেন, ‘আমি তো আপনাদের সাথেই আছি। বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমি সেখানে শুধুমাত্র মতামত দিতে পারি। আমি চেষ্টা করছি কিন্তু তারা আমার কথা শুনেনি। আমি আলোচনা করছি। আমি দেখছি তো।’

আন্দোলরত শিক্ষানবিশ আইনজীবীদের নিজের বাসভবনের সামনে অবস্থান নিতে দেখে আইনমন্ত্রী আনিসুল হক তাদের আশ্বাস দিয়ে বলেছেন, বিশেষ বিবেচনায় ভাইভার বিষয়টি দেখবেন তিনি।

লিখিত পরীক্ষা বাদ দিয়ে বিশেষ বিবেচনায় ভাইভা নেয়ার দাবিতে মঙ্গলবার সমাবেশ করে বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা।

শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শেষে দুপুর সাড়ে তিনটার দিকে আইনমন্ত্রীর বনানীর বাসভবনের সামনে অবস্থান নেয় তারা।

অবস্থানকারীদের আশ্বাস দিয়ে নিজের বাসভবনের সামনে আইনমন্ত্রী বলেন, ‘আমি কথা বলব, আপনার এখন চলে যান। আপনারা এখানে এভাবে অবস্থান নেওয়ার কারণে আমার প্রতিবেশীরা ভাবছে আমি বড় অন্যায় করে ফেলেছি।

‘আমি তো আপনাদের সাথেই আছি। বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমি সেখানে শুধুমাত্র মতামত দিতে পারি। আমি চেষ্টা করছি কিন্তু তারা আমার কথা শুনেনি। আমি আলোচনা করছি। আমি দেখছি তো।’

‘চাইলে আপনারা আমার বাসায় এসে অবস্থান নেন। আমার যতটা করার করবো কিন্তু আপনাদের চলে যেতে হবে।‘- এই কথা বলে বাসার ভেতর চলে যান আইনমন্ত্রী।

তবে মন্ত্রীর এই আশ্বাসেও থামছেন না শিক্ষানবিশ আইনজীবীরা। তাদের অবস্থান কর্মসূচির আহ্বায়ক ফজলে রাব্বী স্মরণ জানান, তারা ফলাফল না নিয়ে এখান থেকে যাবেন না।

সমাবেশে অংশগ্রহণকারীদের দাবি, ২০১৭ ও ২০২০ সালে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের বিশেষ বিবেচনায় ভাইভার মাধ্যমে যেন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়।

শিক্ষানবিশ আইনজীবী আক্তার রহমান বলেন, ‘দাবি আদায় না হলে এখান থেকে আমার লাশ যাবে। আমরা এত বছর পরও এত সনদ নিয়েও নিজেদের আইনজীবী পরিচয় দিতে পারছি না। এর থেকে ভয়ংকর কিছু নেই।’

এ বিভাগের আরো খবর